Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২২ নংটনকী ইউনিয়নের ইতিহাস

 

 

প্রাচীনকালেথেকেপঞ্চয়েতেরপ্রধান, প্রসিডেন্টচেয়ারম্যান, ভাইসচেয়ারম্যানদ্বারাএইসমাজপরিচালিতহত।ধাপে ধাপে পঞ্চয়েতেরপ্রথা বিধায় নিল , আসলপ্রসিডেন্টচেয়ারম্যানতারপর ভাইসচেয়ারম্যান, তারপর চেয়ারম্যান প্রথা ।চেয়ারম্যান প্রথা চালু হওয়ার পর থেকে ২২ নং টনকী ইউনিয়ন এবং ০৮ নং চাপিতলা ইউনিয়ন নিয়ে ০৮ নং চাপিতলা ইউনিয়ন পরিষদ গঠিত ছিল। সময়ের পরিক্রমায় ০৮ নং চাপিতলা ইউনিয়নে আগমন ঘটে টনকী হানিফ সরকার চেয়ারম্যানের , তিনি দীর্ঘ ২০ বছর চেয়ারম্যান ছিলেন। শেরে বাংলা ফজলুল হককে যেমন বাংলার বাঘ বলা হত তেমনি হানিফ সরকার চেয়ারম্যান সাহেবকে টনকী বাঘ বলা হত।তথন তিনি চিন্তা করলে ০৮ নং চাপিতলা ইউনিয়ন ভাগ করে টনকী একটি ইউনিয়ন পরিষদ হলে অত্র এলাকার জনগণের সুযোগ - সুবিধা বৃদ্ধি পাবে। তাহার পরিশ্রমের প্রেক্ষিতে সকলের প্রচেষ্টার ফলে ০৮ নং চাপিতলা ইউনিয়নের ভাগ করার প্রস্তাব আসে।তথন ০৮ নং চাপিতলা ইউনিয়ন পরিষদ ভাগ করে টনকী ইউনিয়ন পরিষদ গঠন করে। এখানে উল্লেখ থাকে যে , পূর্বে মুরাদনগর উপজেলায় ২১ টি ইউনিয়ন পরিষদ ছিল বিধায় এই ইউনিয়ন পরিষদের নং হয় ২২ নং , আর টনকী গ্রামে প্রতিষ্ঠিত হয় বলে , তাহার নাম হয় ২২ নং টনকী ইউনিয়ন পরিষদ।

 

তথ্য সূত্র : জনগণের মতামত।